আলি যুবায়ের খান
ফুলপুর (ময়মনসিংহ) থেকে>
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌর বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৪হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী প্রশাসন।
গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকারের নেতৃত্বে এক ভেজাল বিরোধী অভিযানে পরিচালনা করা হয়।
অভিযানে তানভীর মেশিনারিজ অ্যান্ড পার্টস হাউজের স্বত্বাধিকারী সেকান্দার আলীকে সরকারি জায়গায় অবৈধ ভাবে জিনিস রাখার দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রিফাত ওরাজন নামের দুই জনকে নোংরা খাবার পরিবেশনের দায়ে ৫শ’ ও ১হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়াও মাস্ক পরিধান করাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সন্ধ্যা সাতটার মাঝে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার সীতেশ চন্দ্র সরকার বলেন এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
-এএ