শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

চামড়া শিল্প রক্ষায় ন্যায্য মূল্য নির্ধারণের দাবি ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

একটি সম্ভাবনাময় শিল্প চামড়া। একটি কুচক্রী সিন্ডিকেটের কারসাজিতে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কুরবানির চামড়ার হকদার গরীব এতীমদের ঠকিয়ে পকেট ভারি করছে একটি স্বার্থান্বেষী মহল।

চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ঠ জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষার সার্থে সরকারকে এখনি উদ্যোগ গ্রহণ করতে হবে।

আজ(২০জুলাই)সোমবার সকালে ইত্তফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জির সভাপতিত্বে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ জেলার কওমি মাদ্রাসা সমূহের মুহতামিমদের সাথে মতবিনিময় ও কুরবানির চামড়া করনীয় শীর্ষক আলোচনা সভায় সরকারের প্রতি এ জোর দাবি জানান ইত্তেফাকের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ।

সভায় সরকারের প্রতি আহবান করে আরো বলা হয়,চামড়ার নূন্যতম মূল্য ২০০টাকা নির্ধারণসহ সিন্ডিকেট ও দায়ীদের বিরুদ্ধে সরকারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ন্যায্য মূল্য না পেলে কওমি মাদরাসাগুলো চামড়া ক্রয় করবে কিনা এ বিষয়টি ইত্তেফাক ভেবে দেখবে বলে মতামত ব্যক্ত করা হয়।
এছাড়াও ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে সকল কওমি মাদরাসা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন,ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী,সহ-সভাপতি আল্লামা আনোওয়ারুল হক,সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,সহ-সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ,মাওলানা মুহাম্মদ,কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদ কেন্দ্রীয় সদস্য মুফতি রঈসুল ইসলাম,জেলা শাখার সহ-সম্পাদক মুফতি শরিফুর রহমান,মুফতি আব্দুল্লাহ আল মামুন,মাওলানা আমিনুল হক,মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও ময়মনসিংহ জেলার বিভিন্ন মাদরাসার মুহতামিমগণও এসময় উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ