শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ছাতকের বরেণ্য আলেমেদ্বীন মাওলানা আব্দুল জলিল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ ছাতকের বরেণ্য আলেমেদ্বীন জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার মুহাদ্দিস ও রুক্কা মিফতাহুল উলূম মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লাম হাফিজ মাওলানা আব্দুল জলিল (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হার্টের সমস্যায় শুক্রবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার ১১ টায় রুক্কা মাদরাসা মাঠে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজায় আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে মাওলানা আব্দুল জলিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার প্রিন্সিপাল ও ইংল্যান্ডের খাদিজাতুল কুবরা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়েখ আব্দুর রব ফয়েজী, জামেয়ার ভাইস প্রিন্সিপাল হাফিজ আব্দুল কাইয়ুম ফয়েজী, ইংল্যান্ড প্রবাসী মাওলানা মোহাম্মদ উল্লাহ ,রওজাতুল জান্নাত কাঞ্চনপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মহিউদ্দিন, জামেয়ার সিনিয়র শিক্ষক হাফিজ মাওঃ আহমদ উল্লাহ, উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমেদ সহ জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার শিক্ষক বৃন্দ।

উল্লেখ্য, হাফিজ মাওলানা আব্দুল জলিল উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মাওলানা আব্দুল ওয়াহিদের পুত্র ও দারুল উলুম ছাতক'র প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমানের ভাই। হাসনাবাদ দারুল হাদিস মাদরাসার প্রতিষ্ঠাতাদের একজন ও মাদরাসার সাবেক মুহতামিম মরহুম মাওলানা আকরাম আলীর জামাতা ছিলেন তিনি।

হাফিজ মাওলানা আব্দুল জলিল জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার শিক্ষা সচিব ছিলেন এবং পরবর্তীতে তিনি মাদরাসার শায়খুল হাদীসের দায়িত্বেও ছিলেন। রুক্কা মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম ছাড়াও তিনি হাসনাবাদ দারুল হাদিস মাদরাসায় শিক্ষকতা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ