আওয়ার ইসলাম: যশোরের মণিরামপুরের রফিকুল ইসলাম (৫০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। টাকা ও মোবাইল দেয়ার কথা বলে রফিকুল ইসলামকে ডেকে নিয়ে হত্যা করে চরমপন্থী দলের সদস্যরা। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন।
গত ৯ জুলাই দুপুরে মণিরামপুর উপজেলার কুচলিয়া এলাকায় খুন হন রফিকুল ইসলাম। তিনি একই উপজেলার মধুপুর গ্রামের আমারত বিশ্বাসের ছেলে। রফিকুল ইসলামকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মণিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন নিহতের স্ত্রী শিরিন আক্তার।
পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশ, কোতোয়ালি, অভয়নগর ও মণিরামপুর থানা যৌথ অভিযান পরিচালনা করে শুক্রবার অভয়নগর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে হেলাল ভূঁইয়া, মো. সেলিম, হাসান আলী, সমীরণ পাঁড়ে ও তাপস মোড়ল নামে পাঁচজনকে গ্রেফতার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোনালা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও তাদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার, ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ প্রমুখ।
-এটি