শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ময়মনসিংহ ইত্তেফাকের কেন্দ্রীয় ও বৃত্তি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের আঞ্চলিক কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ১৪৪০-৪১ হিজরী (২০১৯-২০খ্রিষ্টাব্দ) শিক্ষাবর্ষের কেন্দ্রীয় এবং বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সাথে পরীক্ষার ফি ফেরত প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এসব কথা জানিয়েছেন, ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ এর অন্যতম সদস্য মুফতি আমীর ইবনে আহমাদ।

তিনি বলেন, গত ১৮ জুন বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে বিগত শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ও বৃত্তি পরীক্ষা স্থগিতসহ ফি ফেরত প্রদান সম্পর্কে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে পরীক্ষা স্থগিত এবং পরীক্ষার ফি ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও বলেন, বৈঠকের পর থেকেই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার ফি প্রদানের কার্যক্রম শুরু হয়, ইতোমধ্যে বোর্ডের অধিনে প্রায় ৯৫ভাগ মাদরাসার কতৃপক্ষের কাছে ফি ফেরত দেয়া হয়েছে এবং এখনো ফি ফেরত দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে ফি ফেরত প্রদানের জন্য ময়মনসিংহের বিভিন্ন মাদরাসার কতৃপক্ষরা বোর্ডের দয়িত্বশীলদের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

১৮জুনের বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বোর্ডের চেয়ারম্যান আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, কো-চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সা'দী, ইত্তেফাকুল উলামার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক মাওলানা মুহাম্মদ, জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ্, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ্, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ, জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ