শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

‘খেদমতে খলক ফাউন্ডেশন’ এর উদ্যোগে করোনায় মৃতদের দাফনের ৭০ টিমের প্রশিক্ষণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “খেদমতে খলক ফাউন্ডেশন”-এর উদ্যোগে করোনায় মৃতদের কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে।

গত রবিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়াম ও সোমবার খুলনা ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। খেদমতে খলক ফাউন্ডেশন খুলনা বিভাগের সকল উপজেলার সমন্বয়ে গঠিত ৭০টি টীম এতে অংশ গ্রহণ করেন। কর্মশালা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা; লেঃ কর্ণেল নিয়ামুল হালিম খান সেনা কর্মকর্তা যশোর; মোঃ আহসান উল্লাহ শরিফী, অতিরিক্ত জেলা প্রশাসক,খুলনা; অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, যশোর; খেদমতে খলক ফাউন্ডেশনের পরিচালক মুফতি ইয়াহইয়াসহ প্রমুখ।

এ সময় ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এর আগে উভয় স্থানে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম সহ প্রশিক্ষক টীম। কিভাবে করোনায় আক্রান্ত মৃতদের গোসল, কাফন এবং দাফন করাতে হবে সে বিষয়ে তিনি হাতে কলমে প্রশিক্ষণ দেন।

এতে ৭০টি দলের চার শতাধিক সদস্যরা অংশ নেন। পরে খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি আজিমুদ্দিন, ও সদস্য মুফতি সাইফুল ইসলাম প্রতিটি দলকে পিপিই, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে মেশিনসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেন। খুলনা বিভাগে যে কোন স্থানে করোনা উপসর্গ বা করোনায় মৃতদের কাফন-দাফনের জন্য ০১৯১১-০১৯৭৪৪, ০১৭১৮-১৮২৩৮১,
০১৭১৬-৯৬৭৬৫০ ও ০১৭১৫-৭৮২২২০ নাম্বারে যোগাযোগ করার জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ