আবদুল্লাহ তামিম।।
কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া দারুল উলূম মাদরাসার প্রবীন ওস্তাদ হুরুয়া ইবরাহীমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত কারী আব্দুর রহমান গতকাল রাত ১২.৫৫ মিনিটে ইন্তেকাল করেনে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাদ আসর কুমিল্লার ঐতিহ্যবাহী দারুল উলুম বরুড়া মাদরাসার মাঠে হাজার হাজার ভক্ত ছাত্র আশেকানদের উপস্থিতিতে হজরতের জানাযা সম্পন্ন হয়।
কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া পৌরসভার হুরুয়া ইব্রাহিমিয়া তাজবীদূল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়ীয়ার কৃতিসন্তান আল্লামা ফখরে বাঙ্গাল রহ. এর সম্মানিত শশুর, উজানীর ক্বারী ইব্রাহিম (রহঃ) এর হাতেগড়া এক উজ্জ্বল নক্ষত্র,আল-জামেয়াতুল ইসলামিয়া দারুল উলূম বরুড়ার ইলমে ক্বেরাআত বিভাগে ৭৩ বৎসর শিক্ষকতায় নিয়োজিত ছিলেন ক্বারী আব্দুর রহমান রহ.।
অসংখ্য আলেমের মাথার তাজ, ইলমের ক্বেরাতের ভান্ডার, ওয়ারাসাতুল আম্বীয়া, আলেমদের গর্ব উস্তাযুল আসাতিযা এশিয়া উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, ক্বারীউল ক্বোররা ক্বারী আব্দুর রহমান রহ. ১১৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
ঢাকা শাহাজানপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহাজানপুর মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী আওয়ার ইসলামকে বলেন, হজরতের জানাযায় উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এ কঠিন মুহূর্তেও হাজার হাজার মানুষের সমাগমে আমরা বিস্মিত হয়েছি। আল্লাহর একজন মুখলিস বান্দার ইন্তেকাল হয়েছে। তার ছাত্র ভক্তবৃন্দের অভাব নেই দেশ বিদেশে।
তার ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য, জামিয়া বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমী, কুমিল্লা রাণির মাদরাসার মরহুম মুহতামিম মাওলানা মুজাফফর আহমদ রহ.সহ দেশের বিভিন্ন মাদরাসার বড় বড় মুহাদ্দিসগণ হজরতের ছাত্র।
মৃত্যুকালে চারজন ছেলে, চার কন্যা ও অসংখ্য নাতি-পুতি এবং ভক্তবৃন্ধ, গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
হজরতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে শাহাজানপুর মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় কুরআন তেলাওয়াত করার আহ্বান জানান।
-এটি