মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>
কোভিড-১৯ বাংলাদেশে ছড়িয়ে পড়ায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ কর্মহীন হওয়ার ফলে অভাব অনটন দেখা দিয়েছে। করোনা মহামারীকে সামনে রেখে গরিব অসহায়ের পাশে দাঁড়িয়েছে সমাজসেবী সংগঠন আল হাদাফ পরিবার। ইতোমধ্যে প্রায় ৭ হাজারের বেশি পরিবারের মাঝে বিভিন্ন প্যাকেজে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানিয়েছেন আল হাদাফের উপদেষ্টা মাওলানা আরিফুল্লাহ শাহী।
গতকাল শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনস্থ তাওহীদুল উম্মাহ মাদরাসায় উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি আবুল কালাম আযাদের অর্থায়নে আল হাদাফ’র তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, করোনা ভাইরাস সহ যেকোন মহামারি ও জাতির ক্লান্তিকালে আমরা সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করবো। আমরা আমাদের সর্বোচ্ছ চেষ্টা দিয়ে কাজ করে যাবো যেন, বোন মানুষ অনাহারে অর্ধহারে দুঃখ কষ্টে না থাকেন।
বক্তারা আরো বলেন, জাতির ক্লান্তিকালে ধনাঢ্য ব্যক্তিবর্গকে জনগণের পাশে থাকার জন্য উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি আবুল কালাম আযাদের পক্ষথেকে আহ্বান করছি।
বিতরণকালে উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতাকর্মী ও আল হাদাফের উপদেষ্টা মন্ডলীর একাধিক সদস্যসহ আরও উপস্থিত ছিলেন আলোর প্রভাত পত্রিকার সম্পাদক মাওলানা আরিফুল্লাহ শাহী, আল হাদাফের সভাপতি মুহাম্মদ সালমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরফাত, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ রিফাত, মাওলানা মাহমুদ উল্লাহ সুলতানী ও মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম প্রমুখ।
-এএ