রিদওয়ান আহমেদ রিজন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে>
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১২০ জন প্রতিবন্ধী, ৫০ জন বিধবা ও ৭৫ জনকে বয়স্ক ভাতা কার্ড প্রদান করা হয়। এই কার্ডের আওতাধীন প্রতিবন্ধীরা এককালীন ৯০০০টাকা এবং বয়স্ক ও বিধবারা পাবে এককালীন ৬০০০ টাকা করে।
আজ রোববার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় এইসব কার্ড দেয়া হয়।
এ সময় পৌর মেয়র বলেন,জননেত্রী শেখ হাসিনা এই করোনাকালীন সময়ে সকল অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সবসময় পাশে থেকেছেন। তার সেই সহায়তাই আমরা সুষম বণ্টন করতে চেষ্টা করেছি।
সমাজসেবা কর্মকর্তা বলেন, গত এক বছর ধরে যাচাই বাছাই করে এ কার্ডগুলো করা হয়। অল্প কিছুদিনের মধ্যেই এ ভাতার টাকা উত্তোলন করা যাবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মুহা. আব্দুস সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সাঈদা পারভীন, সমাজ সেবা কর্মকর্তা মুহা. মিজানুল ইসলাম।
-এএ