শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ময়মনসিংহ ত্রৈমাসিক আল আফকারের আয়োজনে অনলাইন ইলমি প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)।।
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনাকালীন সময়ে সত্যিকারের ত্বালিবুল ইলমের সন্ধানে এ স্লোগানটিকে সামনে রেখে,বৃহত্তর ময়মনসিংহের জনপ্রিয় ইসলামী ম্যাগাজিন ত্রৈমাসিক আল-আফকার এবং জামিয়া ইবরাহীমিয়া মোমেনশাহী কর্তৃক পরিচালিত আল আফকার মিডিয়ার আয়োজনে আগামী ২৩জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 'অনলাইন ইলমী প্রতিযোগিতা।

প্রতিযোগিতাটি আল আফকার মিডিয়ার ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হবে।

ত্রৈমাসিক আল আফকারের সম্পাদক মাওলানা ইসমাইল ইবরাহীম আওয়ার ইসলামকে বলেন,করোনাকালীন এই সময়ে কওমি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থীদের অবস্থা খুবই আশংকাজনক, বাড়িতে তাদের অভিভাবকরাও তাদেরকে কন্ট্রোলে রাখতে পারছে না।

তাই এই বিষয়টির প্রতি লক্ষ্য করেই আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আশা করবো,এতে করে একটু হলেও শিক্ষার্থীদের মনে নাড়া দিতে পাড়বো।

প্রতিযোগিদের জন্য নিয়ামাবলী: হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য,প্রতিযোগিকে অবশ্যই হিফজ্ বিভাগে অধ্যয়নরত হতে হবে,পাশাপাশি ১-১০,১১-২০,২১-৩০ পাড়া ধারাবাহিক হতে হবে।

হিফজুল কুরআন এবং হিফজুল হাদীস প্রতিযোগিকে উত্তর বলার সময় অবশ্যই চোখ বন্ধ রাখতে হবে,অন্যথায় নম্বর কাটা যাবে।
হিফজুল হাদীসের জন্য নির্বাচিত কিতাব যাদুত্বালিবীন। হাদীস ১-১০০ পর্যন্ত ধারাবাহিক। প্রশ্নোত্তর মাসাইলের জন্য নির্বাচিত কোন কিতাব নেই,যে কোন কিতাব অধ্যয়ন করা যেতে পারে,কোরবানীর মাসাইলও অধ্যয়ন করা যেতে পারে।

হিফজুল হাদীস ও প্রশ্নোত্তরে মাসাইল বিষয়ে কওমী মাদ্রাসার যে কোন বিভাগের ছাত্রই অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার সময়, হিফজুল কোরআন ২৩জুলাই সকাল ৯টা থেকে,হিফজুল হাদীস দুপুর ৩টা থেকে,প্রশ্নোত্তরে মাসাইল সন্ধ্যা ৬টা থেকে।

প্রত্যেক প্রতিযোগিকে প্রতিযোগিতার সময় অবশ্যই স্মার্ট মোবাই,লেপটপ,কম্পিউটারে ডাটা চালু লাখতে হবে,এবং নির্ধারিত সময়ের ১ঘন্টা পূর্বে প্রতিযোগির মেসেঞ্জারে পাঠানো লিংকে ক্লিক করে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন ধরণের ফী দিতে হবে না।

প্রত্যেক বিষয়ে বিজয়ী ১-৩জনকে অনলাইনে বিশেষ পুরস্কার প্রধান করা হবে। উল্লেখিত নিয়ামাবলী মেনে আগ্রহী প্রতিযোগিকে অবশ্যই ২০জুলাই সোমবারের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের জন্য এই লিংকে প্রবেশ করুন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ