রিদওয়ান আহমেদ রিজন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে>
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভাকে গ্রিন ঈশ্বরগঞ্জে রূপান্তরিত করতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কার্মসূচি হাতে নেয়া হয়।
আজ সোমবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বেড়ে গেছে। তাই বেশি বেশি করে বৃক্ষরোপণ করাটা খুব জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ জুন মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন। তারই পরিকল্পনা হিসেবে সাভার পৌরসভার পক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস সাত্তার, জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, পৌর সচিব মুহা. কামরুল ইসলাম, কাউন্সিলর শহিদুল ইসলাম শহিদ ও তোফাজ্জল হোসেন প্রমুখ।
-এএ