আওয়ার ইসলাম: যশোরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে রিয়াজুল ইসলাম (৩০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
রিয়াজুল ইসলাম সীমান্তবর্তী গ্রাম ধান্যখোলার কাটু মোড়লের ছেলে। সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আজ সকালে ওই গ্রামের বাসিন্দারা মাঠে কাজ করতে গিয়ে রিয়াজুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন।
তিনি জানান, মরদেহের পাশে পাঁচ কেজি গাজার একটি প্যাকেট পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে, রিয়াজুল ভারত থেকে মাদক চোরাচালান করতো। শুক্রবার ভোরেও মাদক নিয়ে অবৈধভাবে দেশে ফেরার সময় ভারতের বাঁশঘাটা সীমান্ত ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে মারা যায়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ বাংলাদেশের ভূ-খণ্ডে ফেলে রেখে যায়।
সেলিম রেজা আরো জানান, বিজিবি সদস্যরা পরে বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
-এএ