শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

শজিমেকে চালু হলো ৫০ শয্যার করোনা ওয়ার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। তাই রোগীর সেবার কথা মাথায় রেখে এবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপতালে চালু করা হয়েছে ৫০ শয্যার ‘করোনা ওয়ার্ড’।

নতুন এই ওয়ার্ডে সাধারণ শয্যা ৪৫টি ও বাকি পাঁচটিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। গতকাল সোমবার সকালে নতুন এ ওয়ার্ড চালুর পর গত ২৪ ঘণ্টায় মোট ১৩ জন করোনা রোগী ভর্তি হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছে শজিমেক কর্তৃপক্ষ। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, তাদের ৫০ শয্যার করোনা ওয়ার্ডে রোগীদের চিকিৎসার জন্য ১০ জন চিকিৎসক, ১৬ জন নার্স এবং আরও ১৬ জন স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এক সপ্তাহ পর পর নতুন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা পালাক্রমে করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। শজিমেক হাসপাতালের সেন্ট্রাল লাইন অক্সিজেন ওয়ার্ডে গুরুতর কোভিড রোগীদের ভর্তি করা হবে। হাসপাতালে ১৫০টি সেন্ট্রাল লাইন অক্সিজেন পয়েন্ট আছে।

মোহাম্মদ আলী হাসপতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, জেলার একমাত্র সরকারি হাসপাতাল হওয়ার কারণে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে এখন শজিমেক হাসপাতালে করোনা ওয়ার্ড চালু হওয়ায় মোহাম্মদ আলী হাসপাতালের চাপ কিছুটা হলেও কমবে। যেসব রোগীর অবস্থা সংকটাপন্ন তাদেরই আমরা মেডিকেলের করোনা ওয়ার্ডে পাঠাব।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ