আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
গতকাল সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর মেশিনে ময়মনসিংহ জেলার ৫৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৬টি নমুনাতে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিভিল সার্জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর এলাকায় ১৩জনের করোনা শনাক্ত। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৬জন, ফুলবাড়িয়া উপজেলায় ১জন, গফরগাঁও উপজেলায় ২জন, ঈশ্বরগঞ্জ উপজেলোয় ২জন, ভালুকা উপজেলায় ৫জন, ফুলপুর উপজেলাতে ৪জন, নান্দাইল উপজেলাতে ১জন, মুক্তাগাছা উপজেলাতে ২জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মুক্তাগাছার প্রতাপকর (৭০) নামে ১জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন ছাড়া জেলার অন্য থানাগুলোর সর্বশেষ অবস্থা- সদর ও সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট আক্রান্ত ১০৩৮,মোট সুস্থ ৪৫৫,মোট মৃত্যু ৩।
ধোবাউড়া উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৫৪জন,মোট সুস্থ ৪৬,এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফুলবাড়িয়া উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৩১জন,মোট সুস্থ ২৩,মোট মৃত্যু ২। গফরগাঁও উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৫৪জন,মোট সুস্থ ৩৬,মৃত্যু ১। ঈশ্বরগঞ্জ উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৭৫জন,মোট সুস্থ ৬০,মোট মৃত্যু ১।
ভালুকা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ২২৯জন,মোট সুস্থ ৮২,মৃত্যু ৩। ফুলপুর উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৫৯জন,মোট সুস্থ ৩৯,মোট মৃত্যু ৩। মুক্তাগাছা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৮৫,মোট সুস্থ,২৮,মোট মৃত্যু ৩। নান্দাইল উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৩৪,মোট সুস্থ ২৪,মোট মৃত্যু ১। গৌরিপুর উপজেলাতে সর্বমোট আক্রান্ত ১২,মোট সুস্থ ৭,এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
তারাকান্দা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ২০,মোট সুস্থ ১৪,মোট মৃত্যু ১। হালুয়াঘাট উপজেলাতে মোট আক্রান্ত ৫১,মোট সুস্থ ৮,এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। ত্রিশাল উপজেলাতে মোট আক্রান্ত ৭১,মোট সুস্থ ৪২,মোট মৃত্যু ৩।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৮১৩জন, গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছে ১৫৪জন, মোট সুস্থ ৮৬৪জন, হোম আইসোলেশনে আছে ৮৪৯জন, হাসপাতাল আইসোলেশনে আছে ৬৯, এই পর্যন্ত মারা গেছে ২১জন।
-এএ