শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

জামিয়া জিরির পরিচালকের সাথে পটিয়া ইসলামী যুব কাফেলার মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের আল জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির নব নিযুক্ত পরিচালক ও পটিয়া ভেল্লাপাড়া ইসলামী যুব কাফেলার উপদেষ্টা হাফিজ মাওলানা খোবাইবের সাথে কাফেলার নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) মাগরিবের পর জামিয়া প্রধানের কার্যালয়ে কাফেলার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ সাইফুল করিমের নেতৃত্বে প্রতিনিধিদল মিলিত হলে মাওলানা খোবাইব তাদেরকে অভ্যর্থনা জানান।

কুতু্ুবুল আকতাব আল্লামা শাহ হাছান আহমদ রহ. এর স্মৃতিবিজড়িত প্রবীণ দ্বীনের এ মারকাযের গুরু দায়িত্ব আল্লামা মুহাম্মদ তৈয়ব রহ. তিন যুগ ধরে পালন করে আসছিলেন। তার মৃত্যুর পর মজলিশে শু'রার মাধ্যমে হাফেজ মাওলানা খোবাইব পরিচালক পদে আসীন হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মাওলানা খোবাইব বলেন, আমি সকলের কাছে দোয়া চাই মুরব্বীদের রেখে যাওয়া আমানত যেন আমি যথাযথ হেফাজত করতে পারি। মাদরাসার ১১৩ বছর বয়সে দেশের প্রত্যন্তাঞ্চলে জিরির সুবাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইসলামের প্রচার প্রসার ও মুসলমান সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে উন্নত জাতি গঠনে কওমি মাদরাসা মিশনের সফল অংশিদার জিরি মাদরাসা।

এছাড়া তিনি সংগঠনের নেতাকর্মীদের আশ্বস্থ করে বলেছেন, ভেল্লাপাড়া ইসলামী যুব কাফেলা প্রতিষ্ঠাকাল থেকে সমাজ উন্নয়ণ ও ধর্মীয় প্রচার প্রসারের উদ্দোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি বিগত দিনে আপনাদের যেকোন উন্নয়ণমূলক কাজে যুক্ত ছিলাম। আগামীদিনেও আমি আপনাদের পাশে থাকবো; ইনশা'আল্লাহ।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- পটিয়া ভেল্লাপাড়া ইসলামী যুব কাফেলার উপদেষ্টা হাজ্বী মুহাম্মদ আলী আকবর, পটিয়াস্থ ভেল্লাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ নবী হোসাইন, মাওলানা নেজাম উদ্দীন, মুহাম্মদ মনজুরুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মোরশেদুল আলম, মুহাম্মদ আনোয়ার ইউছুফ, মুহাম্মদ শাহ জাহান ও মুহাম্মদ সাদ্দাম হোসেন মুছা প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ