আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ ১২ জন করোনামুক্ত হয়েছে। ফলোআপ নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উক্ত ১২ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়।
বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক (আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ (এমওডিসি) কর্মকর্তা ডা: তাহলিল হোসেন শাওন বলেন, ১২ জন রোগীর ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্টের ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে সুস্থ ঘোষণা করা হয়।
যারা করোনামুক্ত হলেন- বাজিতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহা. মাসুদ মিয়া (৫৩), গাজীরচর ইউপি চেয়ারম্যান জুয়েল মিয়া (৪০), দড়ি ঘাগটিয়া গ্রামের তাসলিমা আক্তার রুবি (৪৫), বাজিতপুর পৌরসভার মুথরাপুর মহল্লার মৃনাল কান্তি পাল (৬৫), পশ্চিম বাজিতপুর এলাকার আওয়াল কুফিয়া আকিক (৪১), নিগার সুলতানা (২৭), সায়দা মনামি (৬), হিলচিয়া গ্রামের সুজিত সাহা (৫৫), পৌর এলাকার বসন্তপুর মহল্লার অভিজিৎ বনিক (৩৭), কৈকুরী মোল্লা বাড়ির হারুন মোল্লা (৪৫), উত্তর সরারচর গ্রামের মুহা. নাদিম মিয়া (২৩) ও উপজেলার গাজীরচর ইউনিয়নের নাসরিন আক্তার (৩৫)।
নতুন করে সুস্থ ১২ জনকে নিয়ে উপজেলায় সর্বমোট ৫০ জন করোনামুক্ত হলেন। উপজেলায় মোট আক্রান্ত হয়েছিলেন ৮২ জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
-এএ