আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
গতকাল (রোববার) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর মেশিনে ময়মনসিংহ জেলার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৮৪টি নমুনাতে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ সিভিল সার্জন সূত্র জানায়, গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর এলাকাতে শনাক্ত ৭০ জন, ত্রিশাল উপজেলায় ৩ জন, হালুয়াঘাট উপজেলায় ৬ জন, গফরগাঁও উপজেলায় ৩ জন, ফুলপুর উপজেলোয় ১জন এবং ভালুকা উপজেলায় ১ জন।
এ পর্যন্ত ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯৯জন। গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছে ২জন, মোট সুস্থ ৩৮১জন, হোম আইসোলেশনে আছে ৯৪১জন, হাসপাতাল আইসোলেশনে আছে ৫১জন, এই পর্যন্ত মারা গেছে ১৬জন।
অপরদিকে একইদিনে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলাতে ৩৪জন কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৪জন, ইসলামপুর উপজেলায় ৭জন, মাদারগঞ্জ উপজেলায় ২জন এবং বকশীগঞ্জ উপজেলায় ১জন।
শেরপুর জেলায় ১জন কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদরে ৭জন, নকলা উপজেলায় ৬জন এবং শ্রীবরদী উপজেলায় ১জন।
-এএ