মুহা. জাকারিয়া মাসউদ
নাটোর থেকে>
নাটোরের সিংড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পড়ে বাজারে ঘুরাফেরা করায় ব্যক্তি বিশেষে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এসময় মোট ৮ জনকে ৪৬০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জরিমানার পর প্রশাসনের পক্ষ থেকে তাদের মাস্ক পড়িয়ে দেয়া হয়।
আজ রোববার সকাল ১০টায় সিংড়ার মাদরাসা মোড়, বাসষ্ট্যান্ড ও বাজার এলাকায় সবার জন্য মাস্ক পড়া বাধ্যতামুলক বাস্তবায়নের লক্ষে বিশেষ অভিযানের সময় ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।
যাদের জরিমানা করা হয়েছে- সিংড়া পৌর শহরের দমদমার সাইফুল ইসলাম,সরকার পাড়ার রাজু আহমেদ, চাঁদপুরের আনোয়ার হোসেন, বালুভরার মামুন, সিংড়া বাজারের সোহান হোসেন, সরকার পাড়ার রঞ্জু আহমেদ, চৌগ্রামের প্রসেনজিৎ এবং বিলদহরের মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন- সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর এ আলম সিদ্দিকী। অভিযান শেষে ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বানু বলেন নাটোরে করোনা ভাইরাস ( কোভিড ১৯) প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন যে উদ্যেগ নিয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মাস্ক পড়া বাধ্যতামূলক এ কর্মসূচি অব্যাহত থাকবে।
-এএ