মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>
বান্দরবানের লামায় আলীকদম সেনা জোনের উদ্যাগে বন্যার কবলে আশ্রিত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকভাবে আশ্রিত ১২৫ জনকে এই সহায়তা বিতরণ করা হয়।
এসময় জোন কমান্ডার লে: কর্ণেল মঞ্জুরুল হাসান পিএসসি বলেন, মাতামুহুরি ভাটি অঞ্চলের অধিবাসীরা বর্ষায় এমন দুর্যোগের শিকার হয়। সুতরাং নিন্মাঞ্চল ও পাহাড় পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে সাম্প্রতিক করোনার সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিরাজমান প্রেক্ষাপটে বৈশ্বিক ব্যধি করোনা নিয়ে কেউ আতংকিত না হয়ে সচেতন হোন। যেহেতু রোগটির চিকিৎসা নেই, সেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের নবাগত কমান্ডার লে: কর্ণেল মঞ্জুরুল হাসান, জোনের এ্যাডঃ ক্যাঃ আকিফ, লামা সাব জোন কমান্ডার ক্যাঃ মর্তুজা, উপজেলা চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম, জোন এসএম শাহাব উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মিজানুর রহমান, জোন জিসিও ইহসান উল্লাহ, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, প্রেসক্লাব সেক্রেটারী মুহা. কামরুজ্জামান প্রমুখ।
-এএ