আল-আমিন(বাপ্পি)।।
ময়মনসিংহ প্রতিনিধি>
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকার জন্য গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে কমিটির এই সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন,সিটি মেয়র মো.ইকরামুল হক টিটু। সভার সকল সদস্যের মতামতের উপর ধন্যবাদ জ্ঞাপন করে মেয়র টিটু,সিভিল সার্জন, ময়মনসিংহ জোনিং সিস্টেম কার্যকরের পরামর্শ প্রদান করলে গাইডলাইন মোতাবেক বিভিন্ন করনীয় বিষয়সমূহ আলোকপাত করেন।
করোনা মোকাবেলায় তিনি সচেতনতাকে সর্বাগ্রে স্থান দিয়ে বলেন,আমাদের সচেতনতার মাধ্যমে করোনা আক্রান্তের সংখ্যাকে কমিয়ে আনতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী করে আরো ভালো সেবা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ ময়মনসিংহে জোনিং সিস্টেম চালুকরণ ও এ সংশ্লিষ্ট নানা বিষয়ে করনীয় নিয়ে মতামত রাখেন।
সভায় আরো উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সিভিল সার্জন এবি এম মসিউর রহমান,বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি মেজর ওয়ালী,ডিডিএলজি, জেলা প্রশাসকের কার্যালয়, পরিচালক স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,র্যাব এর প্রতিনিধি,৪ জন ওয়ার্ড কাউন্সিলর,সভাপতি জাতীয় পার্টি, ময়মনসিংহ, প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক, বিএমএ এর সাধারন সম্পাদক, নাগরিক আন্দলোন ময়মনসিংহ এর সাধারন সম্পাদক, চেম্বার অব কমার্স সভাপতির পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
-এটি