আওয়ার ইসলাম: মেসভাড়া মওকুফসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ছাত্র-ছাত্রীদের মেসভাড়া মওকুফের দাবি জানানো হয়। সেই সঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ চার দফা দাবি জানান।
দাবিগুলো হল- সব মেস-বাসার এপ্রিল-জুন মাসের ভাড়া ৪০ শতাংশ মওকুফ, জুলাই মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব মেস-বাসার ভাড়া সম্পূর্ণ মওকুফ, মেস-বাসা মালিকদের হয়রানি থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্র-ছাত্রীদের স্ব-স্ব মেস-বাসাতে থাকার নিশ্চয়তা দেয়া।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক রাজু আহমেদ আপন, সদস্য মুনমুন আক্তার রানীসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী।
-এটি