শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

মৃত্যুর মিছিলে আরো এক চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের মারা গেলেন আরো এক চিকিৎসক। তিনি হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৫ চিকিৎসক মারা গেলেন বলে জানা গেছে।

হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোররাত ৪টার দিকে তাদের হাসপাতালেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল হক।

আব্দুর রব আরো জানান, ডা. নুরুল হক কোভিড-১৯ আক্রান্ত গত তিন দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল তাকে। গতকাল মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিগত ১৯ বছর যাবত ডা. নুরুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন বলেও জানান হাসপাতালটির নির্বাহী পরিচালক।

ডা. নুরুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, এ নিয়ে দেশে এ পর্যন্ত ৩৫ চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে এর আগে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ