আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
ময়মনসিংহে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে। এ পর্যন্ত ময়মনসিংহে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯ জন। ফলে ইতোমধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের চড়পাড়া, মেডিকেল কলেজ, আকুয়া, কাছিঁঝুলি এবং ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকাগুলো সম্পূর্ণ রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর মেশিনে ময়মনসিংহ জেলার ৪৪০টি নমুনা পরীক্ষার মধ্যে সদর এবং জেলার অধিনে কয়েকটি থানায় ১১৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন ও সদর এলাকাতেই আক্রান্ত ৫২ জন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৭ জন, মুক্তাগাছা উপজেলায় ১৪ জন, হালুয়াঘাট উপজেলায় ৯ জন, ভালুকা উপজেলায় ৯ জন, নান্দাইল উপজেলায় ৮ জন, গৌরিপুর উপজেলায় ৪ জন, ফুলবাড়িয়া উপজেলায় ৩ জন এবং গফরগাঁও উপজেলায় ২ জন।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় করেনায় আক্রান্ত ১০৫৯ জন, মোট সুস্থ হয়েছে ৩৪৪ জন, আইসোলেশনে আছে ৬৯৪ জন, জেলাতে এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ১১ জন।
-এএ