বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে করোনা সংক্রমণ ও বিস্তার রোধে উপজেলার ৩টি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলার বালাগঞ্জ বাজার, বোয়ালজুড় বাজার ও ওসমানীগঞ্জ বাজারে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল।
অভিযান পরিচালনা কালে স্বাস্থ্যবিধি না মানা ও এ সম্পর্কিত সরকারি আদেশ না মানার অপরাধে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ মোতাবেক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২০ টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল।
এসময় স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকার নির্ধারিত সময় সীমার মধ্যে দোকান, হাট-বাজার বন্ধ করার জন্য সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম পলাশ মন্ডল বলেন, বালাগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে।
-এএ