শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা: শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কনরী বেগম (৪৫) -এর জানাজা ও দাফন-কাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম মুঠোফোনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল টিম প্রধান মাওলানা এম এ রহীম নোমানীকে জানালেন, ৪ নং সিন্দুরখান ইউনিয়নের পুরানগাও গ্রামের কনরি বেগম নামে এক মহিলা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তার কাফন দাফন করতে হবে ইকরামুল মুসলিমীন টিমকে।
ইউএনওর ফোন পেয়ে আমরা রোববার রাত ১২টায় মহিলা টিম প্রধান মিসেস ফাতেমা পপি, মহিলা টিম সহকারী ও শ্রীমঙ্গল উপজেলা টিমকে নিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করি।
সোমবার (১৫ জুন) সকালে দাফন-কাফন শেষ হয়। মৃত মহিলাকে গোসল, কাফনের কাপড় পড়ান মহিলা টিম। জানাযা নামাজ পড়ান মাওলানা. এহসানুল হক জাকারিয়া। দাফন করেন শ্রীমঙ্গল উপজেলা টিম সদস্য, মুহা. জালাল আহমদ, হা. আব্দুর রাজ্জাক, হারুন মিয়া এবং আব্দুর রুপ।
উল্লেখ, ইকরামুল মুসলিমীনের মৌলভীবাজার জেলা শাখার এটা ৫ম দাফন-কাফন। এর আগে জুড়ী ১, মৌলভীবাজার সদরে ১, শ্রীমঙ্গল উপজেলায় ২টি, এবং আজ আবার শ্রীমঙ্গলে ১ টি, কাফন-দাফনে অংশগ্রহণ করে মৌলভীবাজার টিম।
-এএ