আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার সহ সভাপতি, ভৈরবের বিশিষ্ট মুরব্বি ও মাদানীনগর মাদরাসার অর্থসম্পাদক আলহাজ্ব খন্দকার গোলাপ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।
আলহাজ্ব খন্দকার গোলাপ মিয়া ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসার কোষাদক্ষ এবং ভৈরব কমলপুর মাদরাসার সহসভাপতি ও কোষাদক্ষ ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন মাদরাসা মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার সাবেক সিনিয়র সহসভাপতি।
এদিকে আলহাজ্ব খন্দকার গোলাপ মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরীও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম খেলাফত ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘদিন কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী রাজনীতিবিদকে হারিয়েছে। যা অপূরণীয়।
নেতৃদ্বয় আল্লাহ তালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউস এর জন্য দুআ ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তার পরিবারকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন।
-এএ