আওয়ার ইসলাম: কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার ল্যাব থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহা. শামীম হোসেন বলেন, নমুনা পাঠানোর পর জেলা প্রশাসকের করোনা পজিটিভ এসেছে। এসময় জেলা প্রশাসকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
এছাড়া একই দিনে বান্দরবানের বেসরকারি ক্লিনিক হিলভিউ হাসপাতালের আরএমও ডা. কামরুলের রিপোর্টও পজিটিভ আসে। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, বৃহস্পতিবার বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলামসহ সদরের দুজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। জেলা প্রশাসকের হালকা জ্বর ছিল। তবে বর্তমানে অনেকটা সুস্থ আছেন এবং বাংলোতে আইসোলেশনে আছেন তিনি।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় গত বুধবার বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়।
-এএ