আওয়ার ইসলাম: করোনা সংক্রমণে রেডজোন হিসেবে পরীক্ষামূলক লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার।
আগামী ১৪ দিন এলাকাটি পুরোপুরি অবরুদ্ধ রাখতে এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে, এলাকার বাসিন্দাদের প্রয়োজন মেটাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।
প্রতিদিনই রাজধানীতে বাড়ছে করোনার সংক্রমণ। আর তা প্রতিরোধে পরীক্ষামূলকভাবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার।
আগামী অন্তত ১৪ দিন চলাচল অত্যন্ত সীমিত হবে তাই নির্ধারিত সময়ের আগেই এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় কাজ সেরে নেন। তবে কেউ কেউ নিয়ম ভেঙ্গে বাসা পরিবর্তন কিংবা এলাকা ছেড়েছেন।
লকডাউন থাকা অবস্থায় এলাকায় বিভিন্ন বিধিনিষেধ থাকবে। ফার্মেসি ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট। নিত্যপ্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সামগ্রী অনলাইনে কিংবা সেচ্ছাসেবকদের মাধ্যমে কিনতে পারবেন বাসিন্দারা। সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
কাউন্সিলর ফরিদুর রহমান খান বলেন, করোনা থেকে বের হওয়ার জন্য আমরা লকডাউন করেছি। আমার এলাকার জনগণের প্রতি আবেদন, লকডাউনটা মানেন।
এলাকায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় টহল দেবে সেনাবাহিনীও। এডিসি রুবাইয়াত জামান বলেন, এখান থেকে কেউ বের হতেও পারবে না। আবার কেউ এসে প্রবেশও করতে পারবে না।
মেজর মুশফিকুল হক বলেন, দুটো টিম অলরেডি এখানে আছে। তারা সারা রাত থাকবে। এছাড়া ২৪ ঘন্টাই থাকবে। এদিকে এলাকাবাসীর জন্য নাজনীন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নমুনা সংগ্রহের বুথ বসানোর পাশাপাশি আইসোলেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।
-এটি