আওয়ার ইসলাম: কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই করোনার 'হটস্পট' তিন এলাকার লকডাউন প্রত্যাহার।
করোনার ‘হটস্পট’ নারায়ণগঞ্জের তিন এলাকার পরীক্ষামূলক লকডাউন কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ তুলে নেয়া হয়েছে। চিহ্নিত তিনটি এলাকাকে ১৫ থেকে ২১ দিন পর্যন্ত লকডাউনে রেখে পর্যবেক্ষণ করার কথা থাকলেও চতুর্থ দিনে প্রত্যাহার করায় এলাকবাসী বিস্মিত।
জেলা প্রশাসকের দাবি, তিন এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরীক্ষামূলকভাবে বিধি-নিষেধের আওতায় আনা হয়েছিল। তবে, শীঘ্রই নুতন করে রূপগঞ্জ উপজেলার একটি ইউনিয়নকে লকডাউনের আওতায় আনা হবে।
এর আগে, ৭ই জুন অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় শহরের আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভূঁইগড়ের রূপায়ন টাউনকে লকডাউনের আওতায় আনা হয়েছিল।
যদিও লকডাউন ঘোষণা করা হলেও ওই তিন এলাকায় তা বাস্তবে কার্যকর হতে দেখা যায়নি। এরপর, বুধবার দুপুর থেকে লকডাউন প্রত্যাহার করা হলে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
-এটি