আওয়ার ইসলাম: রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৫২) নামের এক মাদরাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আগের দিন সোমবার রাতেই তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। রামেক হাসপাতালের উপপরিচালক ড. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনায় মৃত লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে। তিনি মোহনপুরের মহিষকুণ্ডি মাদরাসার শিক্ষক। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার বাড়ি থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, রাজশাহী জেলায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো করোনায়। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।
-এএ