বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: করোনা ভাইরাস রোধে গণপরিবহন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বালাগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বালাগঞ্জ উপজেলা সদরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযান কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডলের নেতৃত্বে ৮ ব্যক্তি/প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় মামলা দায়ের এবং ৩৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সিএনজি-অটোরিকসার পিছনের দুই সিটে যাত্রী পরিবহন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে সতর্ক করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল জানান, করোনা রোধে গণপরিবহন ও হাটবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। এসংক্রান্ত আইন অমান্য করায় মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে। করোনা প্রতিরোধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বালাগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।
-এএ