শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

লামায় ঘুমন্ত বৃদ্ধ নারীকে জবাই করে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রাহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামায় গভীর রাতে ফাতেমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধ মহিলাকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৩টায় পৌরসভার ৫নং ওয়ার্ড রাজবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সে রাজবাড়ি এলাকার ওমর আলীর স্ত্রী।

জানা যায়, শনিবার রাতে ফাতেমা খাতুন তার নাতি রিয়াজুল ইসলাম ইমন (৯) কে নিয়ে ছোট ছেলে জাকের হোসেন আকাশের খাটে ঘুমায়। রাত আনুমানিক ৩টায় দুর্বৃত্তরা কৌশলে ঘরে প্রবেশ করে তাকে জবাই করে হত্যার চেষ্টা চালায়। তিনি আকস্মিক লাফিয়ে উঠে খুনিকে জড়িয়ে ধরে চিৎকার দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে খুনি পালিয়ে যায়। তবে ছুরিকাঘাতে জখম হয়ে প্রচুর রক্তখনন হয় বৃদ্ধা মহিলার। এতে দুর্বল হয়ে যাওয়ায় গুরুতর আহত ফাতেমা খাতুনকে তাৎক্ষণিক লামা সরকারি হাসপাতালে নেয়া হয়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, আহতকে ধারালো কিছু দিয়ে জবাই করার চেষ্টা করা হয়েছিল। বুকের উপরে গলার নিচে অনেকটা কাটা গেছে ও প্রচুর রক্তখনন হয়েছে। অপারেশন করা প্রয়োজন বিধায় তাকে কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে৷

এদিকে আহত বৃদ্ধার বড় ছেলে মুহা. কামাল হোসেন (৩২) বলেন, আমরা গরীব মানুষ। আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই। তবে আমার ছোট ভাই জাকের হোসেন আকাশ এর সাথে পার্শ্ববর্তী চরুবিল এলাকার মুহা. ইউনুছ ও আছিয়া খাতুনের মেয়ে রুমানা আক্তারের সাথে নারী ও শিশু নির্যাতন মামলা চলমান আছে। সে মামলায় আকাশ জেল খেটে এখন জামিনে আছে। আমাদের ধারনা আকাশকে হত্যার উদ্দেশ্য এসেছিল দুর্বৃত্তরা। তবে আমরা দুর্বৃত্তদের কাউকে চিনতে পারিনি।

দুর্বৃত্তরা ৪ জন এবং তাদের গায়ে সাদা টি-শার্ট ছিল বলে জানিয়েছে আহত বৃদ্ধার সাথে ঘুমানো নাতি রিয়াজুল ইসলাম ইমন।

এবিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মিজানুর রহমান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। বৃদ্ধ মহিলার ছেলে মুহা. কামাল হোসেন থানায় এসেছে। মামলার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ