শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ফরিদপুরে করোনায় মারা যাওয়া সাবেক বিডিয়ারের দাফন কাজে তাকওয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী এলাকার সাবেক বিডিয়ার (বর্তমান বিজিবি) কাজী নূরুল ইসলাম (৫৭) এর দাফনকাজ সম্পূর্ণ করলেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকরা৷

জানা যায়, কাজী নূরুল ইসলামের করোনা উপসর্গ দেখা দিলে তিনি ডাক্তারের শরণাপন্ন হলে তার করোনা পরীক্ষা করা হয়৷ পরে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে৷ এরপর থেকে তিনি মুকসেদপুরের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন৷ আইসোলেশনে থাকা অবস্থায় ১৩ দিনের মাথায় তিনি শনিবার (৬ জুন) বিকাল চারটার দিকে মারা যান৷

মরহুমের লাশ তার নিজ গ্রাম বল্লভদী পৌঁছালে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিমকে অবহিত করেন৷

পরে ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা ঝিনাতুল ইসলাম, কারী শহিদুল ইসলাম হারুন, হাফেজ আবুল খায়ের, মাওলানা আরিফ বিল্লাহ, মুহা. শরিফুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম প্রমুখকে সাথে নিয়ে বৃষ্টি কাদা উপেক্ষা করে রাত ১০ টা পর্যন্ত লাশ দাফন কার্য সম্পাদন করেন।

এ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম ৭ টি করোনা পজেটিভে মৃত্যুবরণ করা লাশ দাফন কাজ সম্পূর্ণ করে৷

তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান আওয়ার ইসলামকে বলেন, আমরা সারাদেশে অবিরাম সেবা দিয়ে যাচ্ছি৷ আমাদের খেদমত পেতে অনলাইন বা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন৷ এছাড়া ফরিদপুর জেলায় আমাদের সেবা পেতে সরাসরি আমার ০১৭৬২৮২৯০৪৩ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন৷

তিনি আরো বলেন, আমরা জেলা ও উপজেলাভিত্তিক টিম গঠন করে নিরলসভাবে সেবা দিচ্ছি৷ করোনা মহামারী থাকা পর্যন্ত এবং যেকোন দুর্যোগে আমরা দেশ ও জাতির সেবায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ৷

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ