আওয়ার ইসলাম: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার নড়াইলের ইমাম মোহাম্মদ আলী মিয়া (৬০) করোনায় মারা গেছেন। তার বাড়ি নড়াইলের নড়াগাতির খাশিয়াল গ্রামে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, মোহাম্মদ আলী করোনা পজিটিভ হয়ে ২৫ মে রাতে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
মৃতের ছেলে ইমাম হোসেন বলেন, তার বাবা হার্টের রোগী ছিলেন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আগে তার দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ওই ব্যক্তির পাঁচ দিন আগে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে ফুসফুসে মারাত্মক সমস্যা থাকায় তাকে ছাড়া হয়নি। এ অবস্থায় তিনি শনিবার মারা গেছেন।
এ পর্যন্ত খুলনায় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেলেন। বর্তমানে এ হাসপাতালে ৪১ রোগী ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।
-এএ