শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

নিউ স্টার সোসাইটি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন নিউ স্টার সোসাইটি ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুছ আল হাবিব, সভাপতি মুহাম্মদ মুদ্দাচ্ছিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরান এক শুভেচ্ছা বার্তায় সাধারণ/আজীবন সদস্যবৃন্দ, প্রবাসী, দায়িত্বশীল নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীসহ চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহাম্মদ ইউনুছ আল হাবিব শুভেচ্ছা বার্তায় বলেন, ক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মাদক, সন্ত্রাস, অপসংস্কৃতি, নিরক্ষর ও দারিদ্রমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ২০১২ সালের ৫ জুন সাতকানিয়া-লোহাগাড়ায় খতমে কুরআন ও দোয়া মাহফিলসসহ দুইশত পরিবারকে মিষ্টি বিতরণের মধ্যদিয়ে নিউ স্টার সোসাইটি ক্লাব নামক সংগঠনের যাত্রা হয়, সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ পূরণ হওয়ায় আমি ব্যক্তিগতভাবে আনন্দিত।

কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যারা নিউ স্টার সোমাইটিকে এগিয়ে নিতে প্রতিষ্ঠাকাল থেকে শ্রম, মেধা, পরামর্শ ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। বর্তমান পরিচালনা পরিষদের জন্য শুভ কামনা রইল। তাদের শ্রম ও যোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে নিউ স্টার পরিবার।

ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দেয়া শুভেচ্ছা বার্তায় চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, আমাদের প্রিয় ক্লাবটি আজ অষ্টম বছর পূর্ণ করে নবম বছরে পদাপর্ণ করতে যাচ্ছে। এছাড়া নিউ স্টার সোসাইটি ক্লাবটি আজ আঞ্চলিক এলাকা পেরিয়ে চট্টগ্রাম নগরীর মধ্যে বেশকিছু সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে; আলহামদুলিল্লাহ।

প্রতিষ্ঠাকালে আমাদের প্রয়াস মাদকাসক্তি তারুণ্যের উদ্ভাবনী শক্তি নষ্ট করে তাই যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রচেষ্ঠা অভ্যাহত রাখা। সন্ত্রাস, দুর্নীতি, অপসংস্কৃতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত আলোকিত সমাজ গড়াই আমাদের প্রধান লক্ষ। প্রতিষ্ঠাকাল থেকে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের সহযোগিতায় বার্ষিক কেরাত মাহফিল ও মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেরাত প্রতিযোগিতা। গরীব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্য শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ও অসহায় রোগীদের চিকিংসা সেবা, নগদ অর্থ ও গরীব পরিবারে মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান, রাস্তা-ঘাট মেরামত ও রাস্তায় লাইটিংসহ নানা সমাজসেবা মুলক কার্যক্রমের মধ্যদিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

পরিশেষে আবারো সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই এবং সকলের কাছে দোয়া চাই যেন আমরা আমাদের লক্ষে কাজ করে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হই।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ