বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: করোনার উপসর্গ নিয়ে বালাগঞ্জর এক মাদরাসা শিক্ষক মারা গেছেন। শিক্ষকের নাম আমিনুল ইসলাম (৪৪)। শুক্রবার দুপুরে ২টায় তিনি মারা যান।
জানা যায়, তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও মোহাম্মদপুর দারুস সুন্নাহ মাদরাসার শিক্ষক ছিলেন।
মৃতের শ্যালক মিজানুর রহমান ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পূর্বে তিনি তার শ্বশুর বাড়ি ওসমানীনগর উপজেলার দয়াময়ীর ইউনিয়নের ইছামতি গ্রামে বেড়াতে আসেন।
এরপর ৩/৪ দিন পূর্বে শরীরে জ্বর সর্দি দেখা দেয়। শুক্রবার সকালে শ্বাস কষ্ট শুরু হলে দুপুরে তাকে সিলেটস্থ শহীদ শসামসুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শামসুদ্দিন হাসপাতাল থেকে ওসমানী হাসপাতাল নিয়ে যাওয়ার সময় দুপুর ২টায় তিনি মারা যান। এরপর শহীদ সামসুদ্দিন হাসপাতালে তার শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ রাত সাড়ে নয়টায় মোহাম্মদপুরর নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
-এএ