শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

করোনায় আক্রান্তদের হেনস্থা করলে ব্যবস্থা: সিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীতে করোনায় আক্রান্ত কোনও ব্যক্তি সামাজিকভাবে কারও কাছ থেকে অবহেলা বা হেনস্থার শিকার হলে ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নগর পুলিশের কাছে তথ্য আসছে, করোনা সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন সংস্থা বা ব্যক্তির আইসোলেশন সেন্টার স্থাপন, লকডাউন ব্যবস্থা বাস্তবায়নসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রমে অনেকেই বাধা দিচ্ছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কাছে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিচ্ছেন না অথবা বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করছেন। যা বিধিসম্মত নয়।

তাই করোনা ভাইরাস প্রতিরোধমূলক কার্যক্রমে কেউ বাধা দিলে এবং করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তিকে হেনস্তা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এজন্য মেট্রোপলিটন পুলিশের হটলাইন ০১৪০০ ৪০০৪০০, ০১৮৮০ ৮০৮০৮০ নম্বরে ফোন করে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

তাতে আরও বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারির প্রতি কারও কোনও হাত নেই। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা ভাইরাসকে প্রতিরোধ এবং প্রতিরোধমূলক কার্যক্রমকে উৎসাহিত ও সহযোগিতা করতে হবে। তাই আসুন করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তিকে তুচ্ছ-তাচ্ছিল্য বা হেনস্থা না করে সবার স্বার্থে তাকে সুস্থ করে তোলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

‘আজ যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন, কাল তিনি সুস্থ হয়ে যেতে পারেন। আর আজ আপনি-আমি সুস্থ আছি, আগামীকাল আমরাও করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারি।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ