শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৮০ দশমিক ১৩শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। এই হিসেবে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ১২৫ জন। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

পাশের দিক থেকে ছেলেদের হার হচ্ছে ৮০ দশমিক ১৭ এবং মেয়েদের ৮০ দশমিক ১০ শতাংশ। ৪ জেলায় ২১টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করলেও ২টি প্রতিষ্টানের একজন শিক্ষার্থী পাশ করেনি। বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ২৪ হাজার ৮৩৪ জন।

এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।

তিনি বলেন,এবার ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ লাখ ২৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা নিয়ে নবগঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহের ১৩১টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ভিত্তিক ফলাফলে ময়মনসিংহ জেলায় পাশের হার ৮০ দশমিক শূণ্য ৫, শেরপুর জেলায় ৮৩ দশমিক ১৭, নেত্রকনো জেলা ৭৯ দশমিক ৭৪ এবং জামালপুর জেলায় ৭৮ দশমিক ৯৩ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ