আওয়ার ইসলাম: যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল হোসেন (১১) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে উপজেলার মুজগুন্নি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হেলাল ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে কেশবপুরের দোরমুটিয়া হেফজখানার ছাত্র ছিল।
নিহতের দাদা সরোয়ার হোসেন জানান, সকালে প্রতিবেশী শাহিনের বাড়িতে বন্ধুদের সঙ্গে খেলছিল হেলাল। এক পর্যায়ে ঘরের টিনের বেড়ায় হেলান দিলে বিদ্যুতায়িত হয় সে।
শাহিনের টিনের বেড়ায় বিদ্যুতের মিটার লাগানো ছিল। বিদ্যুতের তার ছিদ্র হয়ে টিন বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে বলে ধারণা প্রতিবেশীদের।
বিদ্যুৎস্পৃষ্ট হেলালকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, কেশবপুর থানা পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। ময়না তদন্ত বাদে লাশ নিয়ে দাফন করতে পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে।
-এএ