শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের ইন্তেকালে মুফতি আব্দুল হালীম বোখারীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-জামিয়া আল-আরাবিয়া জিরির মুহতামিম, পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী।

সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা বোখারী বলেন, আল্লামা মুহাম্মদ তৈয়ব সাহেব রহ. ছিলেন বহু গুণে গুণান্বিত একজন বুজুর্গ। তিনি ছিলেন কওমী অঙ্গনের একজন যোগ্য অভিভাবক। তার সঠিক দিকনির্দেশনায় পরিচালিত হতো এদেশের বহু দীনি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি আমাদের জামিয়া পটিয়ার মজলিসে শুরার সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে তার সিদ্ধান্ত আমাদের জন্য বড় সহায়ক ছিলো। তার মৃত্যুতে জামিয়া পটিয়াসহ দেশের অনেক দীনি শিক্ষা প্রতিষ্ঠান একজন যোগ্য অভিভাবক হারিয়েছে।

তিনি জামিয়া পটিয়ার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রতি বছর তাশরীফ আনতেন। তার ওয়াজ-উপদেশে উপকৃত হতো দেশ ও জাতি। তার অসাধারণ গাম্ভীর্যপূর্ণ ওয়াজ-নসীহতে সকলেই অনুপ্রাণিত হতো। তার আন্তরিকতাপূর্ণ দোয়ায় সকলের চোখ অশ্রু সিক্ত হতো। তার আবেগী আলোচনায় আবেগাপ্লুত হতো অসংখ ধর্মপ্রাণ মুসলমান। তার হেদায়াতি আলোচনায় পথ খুঁজে পেতো অসংখ্য পথহারা মানব সন্তান। তার নূরানী চেহরা দেখে মুগ্ধ হতো যে কেউ। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কিছুতেই পূরণ হবার নয়।

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তার খেদমাতগুলো কবুল করুন, তার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানের হেফাজত করুন এবং ভুল-ক্রটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মকাম দান করুন, আমীন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ