আওয়ার ইসলাম: চলমান করোনা মহামারি সংকটে অসহায় হয়ে পড়েছে কর্মহীন মানুষ। চরম খাদ্য সংকটে মধ্যম ও নিম্ন আয়ের পরিবারগুলো। বিশেষ করে অভাবে ভুগছে কাওমী মাদরাসার আদর্শ শিক্ষকবৃন্দ। ভিবিন্ন সেবা সংস্থাগুলো মানুষের মাঝে সহায়তা পৌঁছালেও বঞ্চিত হচ্ছে অসহায় আলেম পরিবার।
লক্ষীপুরের রায়পুর উপজেলার কাওমী মাদরাসা ও অসহায় ওলামায়ে কেরামকে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করে উপজেলা ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ঐক্যবদ্ধ প্লাটফর্ম "ইত্তেফাকুল উম্মাহ পরিষদ রায়পুর"।
সংগঠনের সভাপতি শায়খুল হাদিস মাওলানা নুরুল আমীন কাসেমীর নেতৃত্বে সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবদুল মুক্তাদির, মুফতি নূরুদ্দীন, মাওলানা আদিল, ও জনাব ফখরুল ইসলাম মুন্নার, তত্বাবধানে স্থানীয় মাদরাসা ও অসহায় আলেম পরিবারে পৌঁছানো হয় ঈদ উপহার।
এছাড়াও সংগঠনটি রায়পুর উপজেলার ধর্মপ্রাণ মুসলমানের দ্বীনি চাহিদা পূরণে তাফসির সম্মেলন, ইসলাহী জোড়, সমসাময়িক সেমিনারও করে থাকে। রোহিঙ্গা সংকটসহ সকল দূর্যোগে এ অঞ্চলের ওলামায়ে কেরামের মানবিক ও সামাজিক কার্যক্রম প্রশংসনীয়।
-এটি