আওয়ার ইসলাম: ঘুর্ণিঝড় আম্পান রাজশাহীতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমের। বাগানগুলোর প্রায় ২০ শতাংশ আম ঝরে গেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
রাত ১২ টার পর থেকে জেলার চারঘাট, পুঠিয়া ও বাগমারা উপজেলার উপর দিয়ে ব্যাপক তান্ডব চালায় আম্পান। এতে করে এসব এলাকার সিংহভাগ আম ঝরে যায়।
বেশকিছু এলাকায় গাছপালা ভেঙ্গে পড়ে। মাঠের পাকা ধান শুয়ে পড়ে। নিচু জমির ধান বৃষ্টির পানিতে ডুবে যায়।
রাজশাহীর বিনোদপুর এলাকায় অবস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তারা ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ২ টা ৫৫ থেকে ২ টা ৫৮ মিনিটে ৫৯ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
জেলা প্রশাসক হামিদুল হক জানান, জেলার আমের ২০ শতাংশ ঝরে গেছে। ধান শুয়ে পড়লেও তেমন ক্ষতি হবে না। অন্যান্য ক্ষতি নিরুপণের কাজ চলছে।
-এটি