আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে বৃহস্পতিবার কুমিল্লায় রেকর্ড পরিমাণ আক্রান্ত হয়েছেন। একজন চিকিৎসক, তিন জন স্বাস্থ্যকর্মী এবং কুমিল্লা নগরীর চার জনসহ জেলায় এ দিন নতুন আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৯ জনে।
করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সেসের একজন চিকিৎসকসহ দুই জন, চান্দিনায় নয় জন, মুরাদনগরে নয় জন, নাঙ্গলকোটে আট জন, কুমিল্লা সদর হাসপাতালের ওটি বয়সহ কুমিল্লা নগরীতে চার জন, বরুড়ায় এক জন,আদর্শ সদর উপজেলায় ১০ জন, লালমাই এক জন, দেবিদ্বারে ১২ জন এবং তিতাসে এক জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ছয় হাজার ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে পাঁচ হাজার ৬৬৫ জনের। বৃহস্পতিবার তিন জনসহ মোট মারা গেছেন ১৭ জন। এ দিন ২১ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।
-এএ