শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

করোনা: বরিশাল-রাজশাহীর সব মাকের্ট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ঝুঁকি থাকা সত্ত্বেও ঈদ উপলক্ষ্যে সরকারি নির্দেশনা মেনে গত ১০ মে থেকে দেশের অধিকাংশ স্থানেই মার্কেট-শপিংমল খুলে দেয়া হয়। এরপর থেকেই দেশব্যাপী উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে কোভিড-১৯ রোগে সংক্রমিত রোগীর সংখ্যা। বেশিরভাগ মার্কেটেই কোনো স্বাস্থ্য নির্দেশনা মানা হচ্ছে না। পাশাপাশি জনস্রোতও ঠেকানো যাচ্ছে না।

তাই আজ মঙ্গলবার থেকে বরিশাল ও রাজশাহীতে সব ধরনেরর মার্কেট, শপিংমল, দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খাদ্য, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। ভাইরাসটির সংক্রমণ রোধ ও জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ঈদ উপলক্ষ্যে মার্কেট-শপিংমলগুলো খোলা রাখা হলেও কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। তাছাড়া বিশাল জনস্রোতের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না। তাই একরকম বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেয়া।

একই কারণে মঙ্গলবার সকাল থেকে বরিশালেও সকল বিপণিবিতান-দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিকেলে তথ্যটি নিশ্চিত করেন জেলা ম্যাজিস্ট্রেট ও করোনার প্রতিরোধ কমিটি বরিশালের সভাপতি এস এম অজির রহমান। তিনি বলেন, জনস্বার্থে শুধু ওষুধ, কাঁচাবাজার, জরুরি খাদ্য সরবরাহ ও মুদি দোকান প্রতিদিন বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি ও যান্ত্রিক রিকশা সড়কে চলাচল করতে পারবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ