আওয়ার ইসলাম: জামালপুরে এক চিকিৎসকসহ নতুন করে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে।
আজ সোমবার সকালে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথম ও দ্বিতীয় রিপোর্টে জামালপুর ল্যাবের নমুনা পরীক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকসহ ৩ জন ও ময়মনসিংহ ল্যাবের নমুনায় ১১ জনের শরীরে করোনা পজেটিভ আছে এবং তৃতীয় রিপোর্টে আরও ১৭ জনসহ মোট ২৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৩, মেলান্দহের ২১, সরিষাবাড়ির ২, বকশীগঞ্জের ১ ও দেওয়ানগঞ্জের ১ জন।
জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৪৪ (সরিষাবাড়ী ১১, মেলান্দহে ৩২, মাদারগঞ্জে ১৩,বকশীগঞ্জে ৯, দেওয়ানগঞ্জে ৯, ইসলামপুরে ২৫, সদরে ৪৫)। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৩ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।
-এএ