শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি উল্টে মাদরাসার ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

চকরিয়া বানিয়ারছড়ায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি উল্টে লামার ফাইতং সুবহানিয়া নুরুল উলুম মাদরাসার এক হাফেজে কুরআন নিহত হয়েছে। আজ রোববার ১টা ৪০ মিনিটে বানিয়ার ছড়া পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের নাম মুহা. নিশান (১২)। সে ফাইতং ইউপির মহেশখালী পাড়া ৪ নং ওয়ার্ড আবুল কাশেমের ছেলে।

সূত্রে জানা গেছে, নিহত নিশান তার বড় ভাই ফরিদুল আলম (৩২) এর সাথে সিএনজি করে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়ি উল্টে এ দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, হাফেজে কুরআন নিহত হওয়ার পেছনে একমাত্র দায়ী এই পুলিশ ফাঁড়ি।

তিনি বলেন, চকরিয়ায় মোট দুইটি হাইওয়ে পুলিশ আছে। তারা গাড়ি আটকে গাড়ি প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা নেয়। তাদের এই ভোগান্তি থেকে বাঁচতে গাড়ি পালিয়ে যেতে চাইলে এমন নির্মম দুর্ঘটনার শিকার হয়।

এ বিষয়ে ফাইতং মাদরাসার পরিচালক সরওয়ার আলম কুতুবী বলেন, আমার মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মু. নিশান বানিয়ারচরা স্টেশন থেকে ভাইয়ের সাথে সিএনজি করে নিজ বাড়িতে ফেরার পথে বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ গাড়িকে ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মর্মান্তিক এক্সিডেন্ট করে এতে আমাদের প্রিয় ছাত্র মর্মান্তিকভাবে আহত হন৷ তাকে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ৷

এ ঘটনায় প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উপর শোকের ছায়া নেমে আসে ৷ তার এ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ৷ আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও ফাইতং ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ তার মৃত্যুতে শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ