রফিকুল ইসলাম জসিম
স্পেশাল করেসপন্ডেন্ট>
করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাঘবাড়ী ইয়ুথ ক্লাবের ব্যাবস্হাপনায় ইতালি প্রবাসীর কৃষ্ণ কান্ত সিংহের সহযোগিতায় কে.এন ট্রান্সের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে।
কমলগঞ্জে শিববাজার এলাকায় ২৮৭টি অসহায় ও দরিদ্রের মাঝে ডাল, আটা, আলু, সেমাই, দুধ, চিনি, ছোলা ও বাচ্চাদের শিক্ষা উপকরণ, রমজানে ইফতার সামগ্রী, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
শুক্রবার বিকালে কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নে শিববাজার মুক্তমঞ্চে সামাজিক নিরাপদ দূরুত্ব বজায় রেখে কে.এন ট্রাস্টের পরিচালক কান্তা সিনহার সভাপতিত্বে ট্রাস্টের সাধারণ সম্পাদক সুজন কান্তি সিংহের পরিচালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধাবণ সম্পাদক লক্ষীনারায়ণ সিংহ, ইউপি সদস্য রনজিত কুমার সিংহ প্রমুখ।
কে.এন ট্রাস্টের পরিচালক কান্তা সিনহা জানায়, মাধবপুর ও শিববাজার এলাকায় ট্রাস্টের বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৭০ প্যাকেট খাবারজাত। ১০ প্যাকেট ইফতার সামগ্রী আটা, তৈল, ডাল মসুর, ছোলা, সেমাই, চিনি, দুধ পাউধার। ৭ প্যাকেট ঠাকুরের জন্য আটা, তৈল, ডাল মসুর, ফল, মিষ্টি বাতাসা। ৫০ প্যাকেট আটা, তৈল, ডাল মসুর । শিক্ষার্থীদের ১০০জনের জন্য শিক্ষা উকরণ খাতা ও কলম। শিশুদের খাদ্য ১০০ জনের জন্য জনপ্রতি ২ প্যাকেট চিপস কাপ কেক ১ চার পিস প্যাকেট। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সমগ্র এলাকায় অন্যান্য হতদরিদ্রদের মধ্যে সংশ্লিষ্টরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী কৃষ্ণ কান্ত সিংহ ভাইরাসের ব্যাপারে সতর্কতা অবলম্বন, সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি গরীব, দুস্থ ও অসহায় পরিবারগুলো।
-এটি