মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>
বান্দরবান লামা উপজেলায় এবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. মোহাম্মদুল হকের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট ৪ জনের করোনা শনাক্ত হলো।
আজ শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক উপজেলা প্রশাসনের সাথে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করতে যান। পরে ১৩ মে করোনার কোনও উপসর্গ না থাকা সত্ত্বেও তিনি নিজের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠান। এর ৩ দিন পর ডা. মোহাম্মদুল হকের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা ১০ শয্যার আইসোলেশন ইউনিটে রয়েছেন।
তবে ডা. মোহাম্মদুল হকের শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই বলে জানিয়েছেন উপজেলা মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) ডা. মনিরুজ্জামান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, করোনা আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। সবাইকে আতঙ্কিত না হয়ে সাধারণ রোগীসহ লামাবাসীকে সচেতন ও ঘরে থাকার অনুরোধ রইল।
-এএ