আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশে ৯৩০ জনকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়। এর মধ্যে চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্ত অন্যরা হলেন, সদর হাসপাতালের এক চিকিৎসক, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন স্বাস্থ্যকর্মী এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী রয়েছেন।
আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল শুক্রবার সন্ধ্যা ও আজ শনিবার সকাল থেকে মোট ১০৮ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৫ জনকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ১৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদা উপজেলার ৮ জন ও জীবননগর উপজেলার একজন।
-এএ