আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলি উপজেলার অসহায়-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বাড়ি বাড়ি ছুটছে বাবু ঝন্টু কুমার সাহা। তৃতীয় বারের মতো নিকলি, সরারচর, হিলচিয়া, গুরুই, জারইতলসহ বিভিন্ন এলাকার এক হাজার পরিবারকে ঈদ উপহার সামগ্রী নিয়ে ছুটছে বাবু ঝন্টু কুমার সাহার টিম।
কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদ উপহার সামগ্রী বিতরণ।
জানা যায়, বাবু ঝন্টু কুমার সাহা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং শিল্প প্রতিষ্ঠান নাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। করোনার এই দুর্যোগপূর্ণ সময়ে দিনমজুর অসহায় ও খেটে হাওয়া মানুষের আস্থা ও ভালোবাসার ঠিকানা বাবু ঝন্টু কুমার সাহা। শনিবার থেকে শুরু হওয়া এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান চলবে মঙ্গলবার পর্যন্ত। নিজ মায়ের নামে গড়ে তোলা- পুষ্প রানী আদর্শ বিদ্যানিকেতন মাঠে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই বিতরণ অনুষ্ঠান।
দীর্ঘদিন তিনি এলাকায় শিক্ষা-সংস্কৃতি ও বেকারত্ব দূরীকরণে কাজ করছেন। রয়েছে স্বাস্থ্য সেবা উন্নতকরণে হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা।
ত্রাণ কমিটির সমন্বয়ক ডাক্তার মোরশেদ আলম আওয়ার ইসলামকে জানিয়েছেন, বাবু ঝন্টু কুমার সাহা নিজ উদ্যোগে তৃতীয় বারের মতো এলাকার এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। ঈদ সামগ্রী হিসাবে প্রতি প্যাকেজে আছে পোলার চাল, দুধ, চিনি, সেমাই, চাল, ডাল, সাবান, তেল, লবন, পেয়াজ, আলু পাউডার ইত্যাদি। অসামান্য এই উপহার তুলে দিয়েছেন এলাকার সাধারণ মানুষের হাতে। এতে দুঃখী মানুষজন সংকটের এই মুহূর্তে বেশ উপকৃত হয়েছেন। হাসি ফুটেছে গরিব, দুঃখী ও অসহায়দের মুখে। দীর্ঘদিন যাবৎ তিনি শিক্ষা-সংস্কৃতি ও অন্যান্য উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন।
বাবু ঝুন্টু কুমার সাহা হিলচিয়াকে শিক্ষার নগরী করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
জানা যায়, বেকারত্ব ঘুচাতে হিলচিয়া বাজারে গড়ে তোলা হয়েছে পুষ্প রানি টেকনিক্যাল ইনিস্টিউট। এলাকার শিক্ষার্থী ও শিক্ষিত যুবকের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বাবু ঝন্টু কুমার সাহার উদ্যোগে স্থাপিত হচ্ছে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার।
-এএ